বাউল হয়ে যাই
অজিত কুমার কর


একতারা তাঁর একটি হাতে
অপর হাতটি ঊর্ধ্বমুখী
আসত রোজই এপথ দিয়ে
বাউল হয়ে কতই সুখী।


ক'দিন দেখি আসছে না ও'
ওর প্রতীক্ষায় বসে থাকি
সঙ্গ নেব এবার এলে
রইব সাথে পাকাপাকি।


ক্ষ্যাপা বলে ডাকে সবাই
আমার তো বেশ ভালই লাগে
নেচে নেচে গান শোনালে
উড়ে যাবার ভাবনা জাগে।


তৈরি হয়েই আছি বসে
আসবে কবে নেইকো জানা
খবর পেলে বেরিয়ে যেতাম
যে দেশের নাই ঠিক ঠিকানা।