বেআক্কেলে শীতব্যাপারী
অজিত কুমার কর


শীতব্যাপারী বেআক্কেলে খুব
কাঁপন ধরায় সবার সারা গায়ে
কাঠগড়াতে তুলব ওকে ফিরি করার দায়ে
লুকোবার ও পথ পাবে না কোথায় দেবে ডুব?


হাঁচি-কাশি কিচ্ছুটি নেই ওর
ও এলেই তো আগুনে গা-সেঁকি
ধমকে দেব পাড়ায় এলে ভাবল আমায় কে কী
ভয় করি না কাউকে আমি ও তো উত্তাপ-চোর।


ওর বন্ধু পৌষ আর মাঘ মাস
ও যদি না আসতো এ অঞ্চলে
কষ্ট অনেক লাঘব হত সাঁতার দিতাম জলে
দেখতে পেলেই করবো প্রকাশ বিরক্তি একরাশ।


সুতির জামা শীত আটকায় না
দিদির গায়ে একটা মলিন ফ্রক
আমার মতোই সারা সময় ও কাশে খকখক
মায়ের আয়ে পেট চলে না চাওয়াও তো যায় না।


যার আছে তার অঢেল আছে
গরমপোশাক আলমারিতে ঠাসা
বিলিয়ে দিলে সুরাহা হত, এ আশা দূরাশা
বাতিলগুলোই মহার্ঘ্য খুব গরিবদুঃখীর কাছে।


© অজিত কুমার কর