বেঁধে দিল রাখি
অজিত কুমার কর


বসেছি সবে সেই বই খুলে
এদিকেই এল সে এলোচুলে।
পরনে লাল শাড়ি পড়ায় পড়ে দাঁড়ি
তাকাই ওইদিকে মুখ তুলে
হরষে এ হৃদয় ওঠে দুলে।


যেন দেবি-প্রতিমা সম্মুখে
আলোর ছটা দেখি চোখে মুখে।
দাঁড়িয়ে সাজি হাতে রয়েছে ফুল তাতে
লালগোলাপকুঁড়ি দিল ঝুঁকে
সুরভি নিতে থাকি শুঁকে শুঁকে।


পাশে ঠাকুরঘর, গেল চলে
ও গেল আমাকে কিছু না বলে।
দৃষ্টি ওর দিকে দেখছি অনিমিখে
ভরে ঘর ধূপের পরিমলে
নতশির ঢেকেছে অঞ্চলে।


এবার কাছে এসে বাঁধে রাখি
কী দেব কী বা আছে চুপ থাকি।
দৃষ্টি বিনিময় হল প্রেমের জয়
কাননে পাখিদের ডাকাডাকি
দুটি মুখ আবিরে মাখামাখি।


© অজিত কুমার কর