বেঁধে যাবে গোলমাল
অজিত কুমার কর


ধুপধাপ পড়ে তাল
ছোটো বড় চেহারায়
কুড়োবার কেউ নেই
ভুঁয়ে গড়াগড়ি খায়।


আঁঠি থেকে ওখানেই
বের হবে অঙ্কুর
তাল তাল শুধু তাল
পাবে জল রোদ্দুর।


আজ যেটা ফাঁকা মাঠ
হয়ে যাবে তালবন
একজোট বহুদিন
সমীরণে শনশন।


ঠাঁই নাই ঠাঁই নাই
গাছে গাছে পাকা তাল
কী হবে ওদের দশা
বেঁধে যাবে গোলমাল।


© অজিত কুমার কর