ভবিষ্যৎ উজ্জ্বল
অজিত কুমার কর


ঊর্ধ্বমুখী অস্থিরতা সারাবিশ্বজুড়ে
বাতাসে বারুদ-গন্ধ ধ্বংসের আভাস
অনিশ্চিত ভবিষ্যৎ দূষিত বাতাস
মস্তিষ্কে বিষাক্ত কীট সংগীত বেসুরে।


এত বৈপরীত্য তবু অঙ্কুর আশার
থেমে যাবে রণডঙ্কা শান্ত হবে ধরা
সঞ্জীবনীসুধারসে অবলুপ্ত জরা
গর্বিত নবযৌবন প্রাপ্তি পুনর্বার।


ঔজ্জ্বল্যে দেদীপ্যমান সূর্যের মতন
কালিমার কুজ্ঝটিকা সে তো ক্ষণস্থায়ী
উবে যাবে নির্নিমেষে, কর্পূর উদ্বায়ী
এভারেস্ট উদ্ভাসিত প্রভাতে যেমন।


প্রাণের স্পন্দন শুধু এই ভূমন্ডলে
জীবের যা প্রয়োজন রয়েছে এখানে
সিদ্ধিলাভ সিদ্ধার্থের শান্তির সন্ধানে
এমন মহার্ঘ্য প্রাপ্তি যাবে না বিফলে।


মানুষ ধ্বংসের মূলে তবু আত্মশ্লাঘা
'এত বুদ্ধি এত বিদ্যা জীবের কল্যাণে
প্রয়োগ এক্ষুনি চাই', গুপ্তমন্ত্র কানে
প্রকৃতি সর্বদা দেয়, 'ওরে কাজে লাগা'।


© অজিত কুমার কর