শ্রীচরণে নিবেদিত জনমের আগে
ইসাবেল শঙ্কিত দেবকৃপা মাগে।
মাতাপিতা দুজনার ঈশ্বরে মতি
দুহিতাও তদ্রুপ দয়াময়ী অতি।


ধীর স্থির স্নেহময়ী কর্মনিপুণা
মনোযোগ সহকারে চলে পড়াশুনা।
দেখা দিল পরিবারে কুজঝটি মেঘ
অনটনে পাঠদান, মনে উদ্বেগ।


অন্তরে ব্যাকুলতা পথ নাহি পায়
চিন্তায় কাটে দিন বড় অসহায়।
থাকে যদি তাঁর হাত সব সৃষ্টিতে
তবে কেন ভেদাভেদ হেয়-দৃষ্টিতে।


মুক্তির পথ কোথা, ভাঙে মনোরথ
স্বামীজিই দিল দিশা জীবসেবা পথ।
বিদেশিনী নিবেদিতা এল এই দেশে
ভারতের জনগণ নিল ভালোবেসে।


আকুতিতে ভরা মন লক্ষ্যে অটল
কাজে রত নিশিদিন দৃঢ় মনোবল।
অন্তর মধুময় অকৃপণ দাতা
সকলের কাছে তিনি দেবী লোকমাতা।


আত্মার লোপ নাই স্বামিজির বাণী
সার কথা জীবনের নিবেদিতা মানি।
দধীচির মতো তাঁর শুচি মন-প্রাণ
হাসিমুখে সয়েছেন সব অপমান।


তরিখানি ডুবে গেল সাগরের জলে
দুপুরের দিবাকর হারাল অতলে।
অমর ধরণি 'পরে নিবেদিত প্রাণ
পার্থিব সবকিছু সংঘকে দান।