ভক্তি জোগায় শক্তি
অজিত কুমার কর


শিরায় শিরায় ধমনীতে
চলছে বয়ে রক্ত,
হিংসা বা ক্রোধ যদি জমে
এক নিমেষে তপ্ত।


জানা তথ্য ভোলে তখন
ভাসে না ঠিক শব্দ,
নিউটন না আর্কিমিডিস?
আপন দোষে জব্দ।


ছোটো বড় সবার প্রতি
যে জন রাখে ভক্তি,
সাহায্য পায় পথে ঘাটে
পায় অফুরান শক্তি।


ভালোবাসা চাইবে কেন?
করলে মহৎ কর্ম,
অবলীলায় মিলবে জেনো
এটাই মানব-ধর্ম।


শ্রদ্ধা ভক্তি বিনয় বিদ্যা
না যদি রয় নিঃস্ব,
একটু একটু করে অর্জন
গুরুর কাছে শিষ্য।


© অজিত কুমার কর