ভালোবাসি রোদের হাসি
অজিত কুমার কর


খেতখামারে চাষির মুখে হাসি
রোদের হাসি মাঠে, উঠোনজুড়ে
হাজারো কাজ গৃহিণীদের হাতে
বিরক্তি নেই করছে ঘুরে ঘুরে।


রসের হাড়ি ঝুলছে খেজুর গাছে
হিমের পরশ প্রত্যুষে বাতাসে
কুয়াশা নেই রোদের ঝিকিমিকি
মুক্তা হাসে পাতায় ঘাসে ঘাসে।


উলের পোশাক নেই অনেকের  গায়ে
শীতকে তাড়ায় তাঁরা আগুন জ্বেলে
কেউ বা মজে মিঠে খেজুর রসে
সবার কি আর এমন সুযোগ মেলে?


শুধু কী ধান সবজি এখন মেলা
গাজর-পালং-কপি-মটরশুটি
যার যা রুচি আনছে থলি ভরে
কদিন পরেই বড়দিনের ছুটি।


পৌষ-অঘ্রান খুশি জোগায় প্রাণে
মরশুমি ফুল ফুটছে এখন কত
পতঙ্গরা ওদের হৃদয় জুড়ে
পরিযায়ী পাখি অভ্যাগত।


© অজিত কুমার কর