ভালোবাসো হৃদয় দিয়ে
অজিত কুমার কর

ভালোবাসার অর্থ যে কী
জানতে হবে আগে,
তারপরে তা প্রয়োগ করো
চিত্তে যখন জাগে।

'ভালোবাসা'-এই কথাটি
যত্নে তুলে রাখে,
অস্ফুটে তা আউড়ে নিজে
খুশির রেণু মাখে।

আলাপ হওয়ার সাথেসাথেই
বলে না এই কথা,
প্রকাশ করা নয়কো সহজ
লজ্জাবতী লতা।

ছেলেখেলার বিষয় তো নয়
ভাবো একা একা,
শ্রদ্ধা করো ভক্তি করো
যখন হবে দেখা।

এ বোধটুকু না যদি রয়
দূরে দূরেই থাকো,
আসবে না সে তোমার কাছে
যতই তাঁরে ডাকো।
__________

প্রেম-পরাগ
অজিত কুমার কর

প্রেমের মুকুল ফোটাল রজনি
দু' ফোঁটা শিশির দিয়ে,
ব্যাকুল ভ্রমর হয়েছে হাজির
রবিকে সঙ্গে নিয়ে।

পাপড়ির পরে জমেছে হিমানি
ঝিকিমিকি কত মণি,
তা দেখে ভ্রমর নিরবতা ভাঙে
অপলকে দেখে ধনি।

মন দেয়া নেয়া চলে অবিরাম
ভালোবাসে বলে আসে,
প্রেমের পরাগ লাগে সারা গা'য়ে
সময় কাটায় পাশে।

প্রকৃতির রূপ নয়নাভিরাম
মুগ্ধতা ক্ষণে ক্ষণে,
শরতে শেফালি ফাগুনে পলাশ
রং ধরে বনে মনে।

নিজ হাতে আমি যে মালা গেঁথেছি
পরাব তোমার গলে,
রয়েছে টগর ডালিয়া মাধবী
কোথা তুমি গেলে চলে।

© অজিত কুমার কর