ভারতের স্বাধীনতা আন্দোলন
অজিত কুমার কর


স্বাধীনতা দেব আমি দাও যদি রক্ত
এ কথা যে বলেছিল আমি তাঁর ভক্ত।
বৃটিশ-শাসনে ছিল এ ভারতবর্ষ
পরাধীন দেশবাসী সকলে বিমর্ষ।


সুভাষের মতো নেতা এ দেশের গর্ব
দৃঢ় পণ, মা-র মান  করিব না খর্ব'।
যায় যদি যাক প্রাণ কঠিন পরীক্ষা
পেয়েছে ভারতবাসী সেই মন্ত্রে দীক্ষা।


মাটিতে মিশিয়ে দেব বৃটিশের দম্ভ
করেছিল ক্ষুদিরাম এর শুভারম্ভ।
আরো কত যুবা-যূনী দিয়েছিল সঙ্গ
দৃঢ়পদে এগিয়েছে আমাদের বঙ্গ।


সূর্য সেনের দীপ্তিতে বড় ম্লান সূর্য
প্রীতিলতা কম নয় মাণিক্য বৈদূর্য।
আট থেকে আশি দেখে হয়েছে প্রবুদ্ধ
কী এমন দোষ তবু সেলুলারে রুদ্ধ।


কত মা'র কোল খালি স্বদেশের জন্য
ভোলেনি ভারতবাসী এ দান অনন্য।
জীবনের বিনিময়ে এই দেশ মুক্ত
অবিচার অনিয়ম হোক অবলুপ্ত।


© অজিত কুমার কর