ভাসছে শুধু তোমার ছবি
অজিত কুমার কর


মাগো
তোমার আশিস পড়ুক ঝরে সবার শিরে
প্রণাম জানাই মাগো তোমায় নতশিরে।
এসেই তুমি অসুর নাশো
বিদায়কালে একটু হাসো
মা-বিহনে কাটবে সময় কেমন করে
রইলে ঘরে সঙ্গ পেতাম আঁচল ধরে।


জানি
আসবে আবার পরের বছর শরৎকালে
ঢাকি আবার বাজাবে ঢাক তালে তালে।
চিত্তে সবার বিষণ্ণতা
বোঝো ঠিকই কেমন ব্যথা
দিন গুনব মাস গুনব বিরস মনে
তোমার কথা পড়বে মনে ক্ষণে ক্ষণে।


আমি
দাঁড়িয়ে আছি নদীর তীরে একটা ঘাটে
স্রোতের টানে যাচ্ছ ভেসে হৃদয় ফাটে।
অশ্রু মুছি রুমাল দিয়ে
ভাবে না কেউ আমায় নিয়ে
ক্লান্ত হয়ে এলাম ফিরে নিশুত রাতে
জানি আমি ভাঙবে না ঘুম কাল প্রভাতে।


তবু
সাতসকালে স্বপ্ন দেখে উঠি জেগে
হাতে আমার বিদায়বেলার সিঁদুর লেগে।
জানলা দিয়ে আকাশ দেখি
দাঁড়িয়ে আছ তুমি এ কী!
ভাগ্য আমার সত্যি ভালো পেলাম দেখা
আর কেউ নেই পাশে তখন, আমি একা।


© অজিত কুমার কর