ভাষা নিয়ে নিরুদ্বিগ্ন বাঙালি


বাঙালিরা আজ ভাষার জন্য নয় অত চিন্তিত
বাংলা বলা তো অগৌরবের ও' ভাষা এখন মৃত।
শ্রোতারা বাঙালি তবুও বক্তা রাখে না সে কথা মনে
ত্রিভাষার এক ককটেল ঝাড়ে হস্ত আস্ফালনে।


কীসের তারিখ একুশ-উনিশ শোনেনি বিলক্ষণ
কত প্রাণ গেছে কীসের জন্য ঘটেছে কবে এমন!
বাঙালি হয়েও বাংলা বলে না যখন স্বদেশে থাকে
পরিচয় দিতে কুণ্ঠা ভীষণ স্বীকার করে না মাকে।


মুটে-মজদুর-কৃষক-শ্রমিক বাংলা ওদের ভাষা
জন্মসূত্রে বাঙালি হলেও জানি খুব ভাসাভাসা।
বাংলা শিখিনি কী হয়েছে তাতে রসেবসে কাটে দিন
হরষে বিলাসে জীবনযাপন অতিশয় মসৃণ।


এই যদি হয় বাঙালির মন বাংলা তো লোপ পাবে
ভাষা শহিদরা শান্তি পাবে না প্রেতাত্মা কাতরাবে।
এপার ওপার দুপার মিলিয়ে ঝরে গেছে কত প্রাণ
ভুলিনি আমরা ভুলতে পারিনি হৃদয়ে দিয়েছি স্থান।


বরাকের জল স্বচ্ছ এখন একদিন ছিল লাল
কাটেনি এখনো বিপদের মেঘ অহরহ গোলমাল।
জন্মসূত্রে যে ভাষা পেয়েছি বড় আদরের ধন
যতদিন এই দেহে র'বে প্রাণ করব প্রতিপালন।


#অজিত কুমার কর