*কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর
                        উদ্দেশে
                     আমার শ্রদ্ধার্ঘ্য


*                   ভাষায় চিত্রায়ণ
                  অজিত কুমার কর


তাঁর লেখাতে প্রাণের ছোঁয়া মস্ত সাহিত্যিক
যেন আমার গাঁয়ের কথা নয় তো কাল্পনিক।
             নদীর জলে বটের ছায়া
           তেমনি নিবিড় যেমন কায়া
    কল্লোলিনী ইছামতীর বিশাল বালুচর
  কখন তিনি এসেছিলেন পাইনি সে খবর।


   অবুঝ মনের সবুজ কথা তাঁর লেখাতে পাই
   সিটি দিয়ে ট্রেন ছুটে যায় এখনো ঠিক তাই।
              কে রেখেছে ধানের ক্ষেতে
               সবুজ বরন আসন পেতে
বাঁশের বাগান, শালুক ঝিলের পাড় ঘিরে কাশবন
      অপু দুর্গা ছুটছে যেন ঠিক আগের মতন।


    আম কুড়ানোর কী যে মজা স্বর্ণালি শৈশব
      পটে আঁকা চিত্র যেন অক্ষত আজ সব।
               রৌদ্র মাখা নিঝুম দুপুর
               ধুঁকছে পথে ক্লান্ত কুকুর
  আখ চিবোনোর স্মৃতিকথা দারুণ মিঠা রস
       লেখনীতে জাদু আছে বিবরণ সরস।


   মেঘমল্লার, যাত্রাবদল, দুই বাড়ি, দেবযান
      উপন্যাসে পূর্ণ ডালি, অমেয় সম্মান।
             সবার জন্য এসব লেখা
             না গিয়েও গ্রামকে দেখা
  কল্পনাতে চাঁদের পাহাড় আজ আর দূরে নয়
   চাঁদের বুকে পা রেখেছে ভারত মাতার জয়।