ভোঁতা হাতিয়ার
অজিত কুমার কর


প্রতিবাদ ক'রবার হাতিয়ার হরতাল
ক্ষতি ছাড়া লাভ নেই যা দেখেছি এতকাল।
পথঘাট শুনসান
গরিবের পেটে টান
দিন আনে দিন খায় কে জোগাবে চাল-ডাল?
বিরোধীরা ভেবে নিল শানিত এ তরোয়াল।


অবরোধ দিনভর, চুপচাপ সরকার
পুলিশ রয়েছে কত ঠেঙালে পগার পার।
বাস ট্রেনে ভাঙচুর
বাজে বিষাদের সুর
নিস্ফলা দিন কাটে যত আমজনতার
সাফল্য ব্যর্থতা আছে দুই দাবিদার।


অবিচার রুখে দিতে তবে চাই প্রতিবাদ
ভাঙচুর ক'রে কেউ ঘটিয়ো না পরমাদ।
সংযত আচরণ
গলাবে ওদের মন
অমানবিকতাতেই সব আশা বরবাদ
সব সরকার ভাবে জনতার অপরাধ।


দেশকে সচল রাখা এই কাজ শাসকের
জিনিসের দাম যদি বাড়ে রোজ রোজ ঢের
শান্তি ও শৃঙ্খলা
না রইলে পথচলা
দিনে রাতে একা একা বড় দায় মানুষের।
বিক্ষোভ দেখাবেই হবে না তো হেরফের।


© অজিত কুমার কর