ভোর না এলে মা যেত না
অজিত কুমার কর


স্বপ্ন যদি সত্যি হতো
রাতের ধ্রুবতারার মতো
আনন্দ খুব হত তবে
জানি না তা হবে কবে।


মা কে পেলাম আবার ফিরে
নেমে এল আকাশ চিরে
এসেই আমায় কোলে নিল
চুমায় চুমায় ভরিয়ে দিল।


এবার আমি জড়িয়ে ধরে
বলি, এলে বছর পরে
সেই তো দিলে ডাকে সাড়া
এখন কি কান ছিল খাড়া?


যেও না আর আমায় ছেড়ে
সম্মতি দেয় ঘাড়টি নেড়ে
তা দেখে মন শান্ত হল
মা গো একটা গল্প বল।


মা চলেছে গল্প বলে
ঘুমের দেশে গেলাম চলে
ভোরে দেখি নেই তো কাছে
বুলবুলি এক ডাকছে গাছে।


মা তো আবার হারিয়ে গেল
ভাবছি প্রভাত কেন এল?
হয়ে গেলাম আবার একা
আর কী পাব মায়ের দেখা?


© অজিত কুমার কর