ভূ-মাতা চায় না যুদ্ধ
অজিত কুমার কর


টিক্ টিক্ টিক্ টিক্ ঘড়ির চলন
বোমারু বিমান ওড়ে শুরু মহারণ।
যে কোনো মুহূর্তে যাবে উড়ে এই প্রাণ
পালাবার পথ খোঁজে প্রচেষ্টা আপ্রাণ।
মা'র কোলে কাঁদে শিশু পিতা অসহায়
উদরে আগুন জ্বলে দুগ্ধ কোথা পায়?
এটাই কি শেষ চুমু মাঝে কাঁটাতার
হবে কি আবার দেখা কোনোদিন আর?


হাঙরের হাঁ বিরাট  চাই, আরো চাই
নিরীহ জলজ জীব বলে কোথা যাই?
দিকে দিকে আগ্রাসন রাশিয়া ও চিন
অস্থির মানসিকতা কেন অর্বাচীন?
হিরোশিমা নাগাসাকি ধ্বংসে হাত কার
এমন যেন না আর ঘটে পুনর্বার।


© অজিত কুমার কর