ভূত নয়
অজিত কুমার কর


যাব না আর দিঘির পাড়ে
বিকট হাসি ঝোপের আড়ে
কাঁপল ডাল বকুল,
ফিরে এলাম দৌড়ে ঘরে
পাছে আমায় জাপটে ধরে
খাড়া গায়ের চুল!


সূর্য তখন গেছে পাটে
রাখলও নেই পাশের মাঠে
পাতলা অন্ধকার,
কে দাঁড়িয়ে যায়নি দেখা
কেউ ছিল না আমি একা
ভয় লাগে না কার?


মানুষ না ভূত ছিল ওটা?
বোঝার আগেই আমার ছোটা
শুনে মা নিশ্চুপ,
দাঁড়িয়ে আছি গা ঘেঁষে মা'র
কী মনে হয় মা গো তোমার
মা'র মুখে কুলুপ!


বলেছি-না ফিরবি আগে
আকাশ যখন রাঙবে ফাগে
হচ্ছে দেরি তোর,
ছদ্মবেশে ছিল কাকা
ভূতের হাসি হাসতে পাকা
ভূত নয় বা চোর।


© অজিত কুমার কর