ভূত পেতনির রাত্তিরে স্নান
অজিত কুমার কর


দেখে এলাম ভূত-পেতনি স্নান করছে ঝিলে
বলল এসে ছোটো কাকু ছিল সে কার্গিলে।
শুনেই আমার গা-শিরশির সমস্ত লোম খাড়া
সাড়ে ছ'ফুট লম্বা কাকু রূপও নজরকাড়া।


আসবে বলে জেগে ছিলাম ঠাকুমার গা ঘেঁষে
প্রণাম করেই শোনায় আমায় ওসব হেসে হেসে।
ঠাম্মা বলে বোস ওখানে ওই তো আসন পাতা
আঁচলটাকে জড়াই গায়ে ঠামাই পরিত্রাতা।


শুধাই আমি ভয় করেনি অমন কান্ড দেখে?
প্রশ্ন শুনেই হো-হো হাসি, পকেটে হাত রেখে
বলে আমায়, অষ্টপ্রহর এটা আমার সাথি
ভয় পেয়ে তাই কাছ ঘেঁষে না পেতনি পশুপাখি।


পোশাকআশাক তোলা ছিল শ্মশানের প্রাচীরে
দাঁড়িয়ে গেলাম আমি ক্ষণেক নিরন্ধ্র তিমিরে।
আধঘন্টা পরেও যখন কেউ এল না পাড়ে
ভয় পেয়ে ঠিক লুকিয়েছে ওরা বনবাদাড়ে।


কাপড়চোপড় কোথায় গেল হাপিস করল কারা?
পাঁচিলেই তো তোলা ছিল এল কখন তাঁরা!
এ যেন এক ভেলকিবাজি তাই পাইনি ধামও
মা বলল ও ঠাকুরপো এবার তুমি থামো।


© অজিত কুমার কর