অন্ধকারে হাঁটছি পথে কে দেয় শিরে হাত
কেন এমন হিমশীতল ভয়েই আমি কাত।
সাহস হয় না পিছু ফিরি টর্চও হাতে নেই
কীসের একটা শব্দ শুনি দৌড়োতে যাই যেই।


আজকে তো ভূত চতুর্দশী বেরোনোটাই ভুল
পিণ্ড পেলে ফিরবে ওরা, খাড়া গায়ের চুল।
হাসির শব্দ কেমন যেন, আজকে রেহাই নাই
কী করে যে বাঁচাবো প্রাণ ভাবছি এখন তাই।
  
শুধাই আমি সাহস করে, কে তুই আগে বল
ভয় দেখিয়ে লাভ হবে না, ডাকব ওঝার দল।
মারবে ঝাঁটা সপাৎ সপাৎ তখন পাবি টের
বাঁচবি যদি পথ ছেড়ে দে, ভয় দেখালি ঢের।


ওঝার নামে কাটল গেছো, মেছোও মানে হার
আরও যত পেতনি সাঙাত ধরল পিছু তার।
হেসে উঠি হো হো করে যেন বিপুল জয়
উঠে দেখি সারাটা ঘর আলোয় আলোময়।