আঁখিপট-এর আত্মপ্রকাশ পৌঁছেছি তাই কোলাঘাটে
কবিতা পাঠ ভাষণ শুনে নীরবতায় সময় কাটে।
বৃদ্ধাশ্রমের মুক্তাঙ্গনে হাজির এখন অনেক কবি
দেয়ালজুড়ে পাচ্ছে শোভা যুগস্রষ্টার বিশাল ছবি।


আমার ভাষণ কবিতা পাঠ আবাসিকের হৃদয় নিয়ে
অনুভূতির টুকরো গুলো উজাড় করে এলাম দিয়ে।
বছর বছর ঘটা করে মৃণ্ময়ী মা'র পূজা করি
চোখের জলে ভাসে তখন ওদের কথা কেউ না স্মরি।


ওদের মুখেও বেরিয়ে এলো দুঃখ কষ্টের যত কথা
আর কতদিন রাখবে চেপে জমাট বাঁধা অমন ব্যথা।
মানুষ এমন বিবেকবিহীন ভাবতে বড় কষ্ট লাগে
পিছন পানে তাকায় না কেউ বিনিদ্র রাত কারা জাগে।


আজকে যারা কচিকাঁচা, কিংবা যুবক বিবাহিত
ওদেরও তো বাড়বে বয়স, বুঝেও অবুঝ নয়কো ভীত।
নাকি এরা জেনেই গেছে যেতেই হবে বৃদ্ধাশ্রমে
তাই এমনি চিত্ত বিকার প্রকাশ করে তাঁর করমে।