বিবর্তনের নিয়ন্তা জিন
অজিত কুমার কর


বিবর্তনের চাবিকাঠি জিনের ভিতর সুরক্ষিত
ধীরে ধীরে ক্রমাগত পরিবর্তন চলছে ঘটে,
আদম-ইভের বংশধারা চলছি বয়ে আমরা সবাই
দুটি মানুষ কত তফাৎ যাদের দেখি সন্নিকটে।


একই মায়ের দুই সন্তান কেউ খেলায় কেউ পড়ায় দড়
সবই জিনের কেরামতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত,
বলন, চলন, চরিত্রও মায়ের মতো কিংবা পৃথক
এ বৈশিষ্ট্য আভ্যন্তরীণ গুণী হলেই সমাদৃত।


জিনথেরাপি করিয়ে কেউ বদলে নিচ্ছে আপন জীবন
গবেষণার ফসল এটা ব্যস্ত আছে বিজ্ঞানীরা,
হিংসা যদি ভুলতো মানুষ এ ধরণি শান্তি পেত
এমন মানুষ হয়তো পাবো দেবে না কেউ তখন পীড়া।