বিদ্যা দাও বুদ্ধি দাও
অজিত কুমার কর


ওগো বিদ্যাবতী মা আমার
সারদা-পলাশপ্রিয়া-বাণী
বোধ-বুদ্ধি দাও-না আমায়
জানো কতটুকু আমি জানি।


মাঘ মাস শুক্লপক্ষ শুরু
আজ নয় কাল শ্রীপঞ্চমী
তা জেনেছি পঞ্জিকা দেখেই
প্রত্যহ তো শ্রীচরণে নমি।


যা পড়েছি নেই মনে কিছু
মনপাখি যখনতখন
নীলাকাশে ডানা মেলে ওড়ে
বই খোলা রয় উড়ুউড়ু মন।


কী করে যে হবো মা সফল
যত ভাবি মেলে না উত্তর
কৃপা করো সন্তানে তোমার
রেখো মা গো শিরে তব কর।


আমিষ কিছুই নেই পাতে
শুধু আলুসেদ্ধ দুধ-ভাত
অঞ্জলি দেবো মা পূজা শেষে
এক ঘুমে ভোর হবে রাত।


© অজিত কুমার কর