.             বিদ্যা দিয়ো বিদ্যাবতী


বিদ্যা দিলে বিদ্যা বাড়ে সত্যি কি মা বিদ্যাবতী?
               তবে আমায় দাওনি কেন
                সমস্ত দোষ আমার যেন
               খেলে খেলে কাটত বেলা
               সেজন্যই কি করলে হেলা
তুমি যদি পড়িয়ে দিতে শিখে যেতাম শীঘ্র অতি।


একটু বিদ্যা অমায় দিলে দুঃখ কষ্ট রইত না মা
               মায়েরা তো দিতেই জানে
               জন্ম থেকে আসছে কানে
                লেখাপড়ায় রইলে মেতে
                দেখেও তুমি তৃপ্তি পেতে
এখনও তো নুড়ি কুড়াই, সাগরতটে দিচ্ছি হামা।
                
                 @ অজিত কুমার কর