বিজয় দিবস
অজিত কুমার কর


বিজয় মানে শত্রুকে জয় গর্বে উঁচু শির
                             বিচূর্ণ জিঞ্জির
রক্তঝরা রণ সমাপন পতাকা উড্ডীন
ন'মাস পরে কাঙ্ক্ষিত জয় পুবাকাশ রঙিন।


মার্চে হানা অতর্কিতে তখন আঁধার ঘোর
                       জাগল সব কিশোর
প্রবীণ-বৃদ্ধ, যুবা-যূনী, বাঁশ লাঠি সম্বল
তা দিয়ে কী লড়াই চলে নয় তবু হীনবল।


শেখ মুজিবের উদাত্ত ডাক জীবন-মরণ পণ
                                 'তৈরি কর মন
এ লড়াই যে জিততে হবেই তাছাড়া পথ নাই
দুয়ার খুলে বেরিয়ে এসো সামনে জোর লড়াই।'


ভারতবাসী শামিল হলো কী করে রয় চুপ
                              প্রকাশ রুদ্ররূপ
স্থলে-জলে-অন্তরীক্ষে বাহিনী সক্ষম
সম্মিলিত মহাশক্তি দেখায় পরাক্রম।

আত্মসমর্পণ-ব্যতীত রাস্তা নেই বাঁচার
                         শত্রুসেনার হার
স্বাক্ষরিত চুক্তিপত্র, ষোলোই ডিসেম্বর
বাংলাদেশের বিজয় দিবস জানল চরাচর।


© অজিত কুমার কর