বিলম্বিত অনাকাঙ্ক্ষিত রায়
অজিত কুমার কর

জনসাধারণ রায় শুনে হতবাক
শোকানলে পুড়ে জননীর বুক খাক।
শোনো মৌসুমী লড়াই হয়নি শেষ
রাত কাটে যায় টুম্পার অনিমেষ।

জরাসন্ধকে যেভাবে মারল ভীম
ঠিক সেইভাবে পড়ে শুনে হাড় হিম।
তার আগে ওরা করেছিল ধর্ষণ
মানুষ হয়েও পিশাচের মতো মন।

আমরা সবাই ব্যস্ত যে যার কাজে
কী দিয়ে ঢাকব তিলে তিলে মরি লাজে।
দেখেছে বাঙালি ধনঞ্জয়ের ফাঁসি
রায় শুনে ফোটে আসামীর মুখে হাসি।

নৃশংসভাবে কেড়েছিল যারা প্রাণ
ফাঁসির বদলে তাদের জীবনদান!
অন্ধ কানুন সমাজের কত ক্ষতি
এতে বেড়ে গেল নারীদের দুর্গতি।

দশটা বছর কেটেছে প্রত্যাশায়
কামদুনি ছিল, ছিলাম প্রতীক্ষায়।
হে বাঙালি জাগো ঘুমিয়ো না তুমি আর
প্রতিবাদ কর, ছাড় জোর হুঙ্কার।

© অজিত কুমার কর