বিলুপ্তির পথে
অজিত কুমার কর


রিস্টওয়াচের বাংলা মানে সোজাসাপ্টা হাতঘড়ি
মোবাইলের কল্যাণে তাঁর এখন বড়ই দুর্দশা
ওকে এখন কেউ খোঁজে না মেজাজ গরম তাই গসা
ভাঙাবে না কেউ গসা ওর আমি এখন কী করি?


দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি আর এক ঘড়ি পকেটে
পেন্ডুলামের দোলন দেখে বলি বাজলো বারোটা
তিনটে কাঁটা এক জায়গায় আবার বিরামহীন ছোটা
ঢং ঢং ঢং বাজলে ন'টা ঝাঁপ দিয়ে জল যাই কেটে।


ভোর চারটায় এলার্ম দিলে উঠত বেজে সজোরে
ঘুমজড়ানো চোখেও উঠে যেতাম তখন বাহিরে
পড়তে বসে যেতাম আমি পুব রাঙেনি আবিরে
মায়ের ঘুমও ভেঙে যেত এলার্ম শুনে কাকভোরে।


হারিয়ে গেছে কোথায় সেদিন এখন শুধুই মোবাইল
অষ্টপ্রহর সঙ্গী সবার না হলে দিন চলে না
বখে যাওয়ার রসদ প্রচুর তবুও মন্দ বলে না
শেখার কত জিনিস আছে কোনওকিছুই নয় অমিল।


হাতঘড়ি আর কজন পরে লোকের কত ব্যস্ততা
গোনাগুনতি কিছু লোকের জড়িয়ে থাকে কব্জিতে
ব্যাটারিতে চলে ওসব হয় না এখন দম দিতে
ক্রমে ক্রমে পরিবর্তন এগিয়ে যাচ্ছে সভ্যতা।


© অজিত কুমার কর