বিনা মেঘে বজ্রপাত
অজিত কুমার কর


গভীর নিম্নচাপের ফলে
আকাশ ঢাকে মেঘে,
অঝোর ধারায় ঝরে বারি
বাতাস বহে বেগে।


বিনা মেঘে বজ্রপতন
হলেই বিপদ ভারী,
কখন কী রূপ ধারণ করে
অবোধ্য তাই নারী।


ওদের হাতেই মজুত থাকে
অদৃশ্য এক খাঁড়া,
কেউ জানে না নামবে কখন
কেবল উনি ছাড়া।


তাইতো পুরুষ রয় সিঁটিয়ে
মৌন থাকাই শ্রেয়,
কব্জা করে খাবার দিয়ে
চোষ্য-লেহ্য-পেয়।


তবুও তো কাটায় জীবন
একই ছাদের তলে,
কী আনন্দ যখন দু'জন
পরায় মালা গলে।


© অজিত কুমার কর