বীর সেনানী নেতাজি সুভাষ
অজিত কুমার কর

হাতে পা'য়ে শিকল মায়ের
বিষম ব্যথা প্রাণে,
কোটি কোটি ভারতবাসী
মত্ত চটুল গানে।

জীবন দিতে তৈরি ক'জন
আনন্দে বেশ আছে,
আপন জীবন বড়ই দামি
স্বার্থপরের কাছে।

সুভাষের মন নয়কো তেমন
কাতর মায়ের দুখে,
মা'কে স্বাধীন করাই লক্ষ্য
অসীম সাহস বুকে।

নেতার ডাকে দিল সাড়া
মানুষ দলে দলে,
জীবন দিতে কুণ্ঠিত নয়
মায়ের পদ-তলে।

ভারত স্বাধীন কোথায় সুভাষ?
প্রশ্ন সবার মনে,
জবাব দেবার দায়িত্ব কার
রোদন করছি বনে!

© অজিত কুমার কর