তুমি নারী, এটাই অপরাধ,
ঢাকের শব্দে পড়ল ঢাকা করুণ আর্তনাদ।


পৃথিবীতে নেইকো তোমার ঘর,
সত্যিকারের আপন কোথায়, সবাই তোমার পর।


জন্মলগ্নে বাজায় না কেউ শাঁখ,
পেরোতে হয় যাত্রাপথে দুরূহ সব বাঁক।


বছর কুড়ি মায়ের কাছে রও,
তার পরে এক অন্য জীবন, সবার বোঝা বও।


একার হাতে চালাও যে সংসার,
তোমার সুখের কথা তারা ভাবে কি একবার?


তাকিয়ে রও পথের পানে রোজ,
আপনজনই পর হয়ে যায়, নেয় না কোনো খোঁজ।


বিড়ম্বনায় ভরা এই জীবন,
শান্তি কোথা, শান্তি পেতে এবার বৃন্দাবন।


দিনে ভিক্ষা, নিদ্রাবিহীন রাত,
কত সুন্দর জীবনযাপন, রোজ নিরামিষ ভাত!