বিশাদভরা ফেব্রুয়ারি
সর্বনাশা মাস
একুশ এলে বেরিয়ে আসে
ব্যথার দীর্ঘশ্বাস।


মাতৃভাষা আন্দোলনে
অগ্রে সফিউর
ওরই পাশে সালাম রফিক
জব্বারও নয় দূর।


স্বপ্ন ছিল রুখবে লড়ে
ভাষার অসম্মান
গুলির ঝাঁকে নিবল বাতি
মহিমা অম্লান।


ওদের স্মৃতি অটুট আজও
রইবে চিরদিন
বীর সেনানীর ওই বলিদান
তুলনাবিহীন।


ইউনেস্কো পরিশেষে
জানাল সম্মান
বিশ্ব মাতৃভাষা দিবস
একুশেরই দান।