বইমেলা
অজিত কুমার কর


শিক্ষার সোপান বই তা অপরিহার্য
নিয়মিত প্রতিদিন চাই অধ্যয়ন
নিবিড় মনোনিবেশ না হলে কী চলে
জ্ঞানার্জন বিনা বৃথা মানবজীবন।


চোখে পড়ে সুসজ্জিত পুস্তক বিপণি
ওখানেই কেনাকাটা সারাটা বছর
অনুরোধে এনে দেয় দুষ্প্রাপ্য পুস্তক
নতুন বইয়ের গন্ধ বড় মনোহর।


মেলা মানে সমাবেশ আনন্দ প্রচুর
দেখার সুযোগ পায় আগ্রহী দর্শক
ব্যাগভর্তি বই নিয়ে ফিরে আসে ঘর
ভিতরে লুকিয়ে আছে কত কী চমক।


অজানাকে জানা যায় বইয়ের মাধ্যমে
ই-বুক মুদ্রিত বই যার যা পছন্দ
মাউসে আঙুল দিলে খোলে অন্তর্জাল
প্রত্যাশিত বই পেলে অপার আনন্দ।


হাজার হাজার লোক তাই যায় মেলা
খাওয়া-দাওয়া কেনাকাটা আর ঘোরাঘুরি
কোথাও কবিতা পাঠ কত আলোচনা
ভালো লাগে যদি কেউ মন করে চুরি।


© অজিত কুমার কর