বৈষম্যহীন পৃথিবী অলীক কল্পনা
অজিত কুমার কর


গ্রহণ লেগেছে ক্ষয়ে ক্ষয়ে তনু ক্ষীণ
বিকৃত রূপ নীরবতা অভিমানে
বিধুমুখী জানে গ্রহণের কী যে মানে
নারীর জীবন তাইতো অমসৃণ।


ভাঙা আর গড়া অনিচ্ছাতেই ঘটে
আদি যুগ হতে চলছে বিড়ম্বনা
কী চায় সমাজ, দয়া নেই এক কণা
বারবার পড়ে নারীরাই সংকটে।


সূর্য বলল তাকাও আমার দিকে
কমে যায় বপু কখনো বা হই রিং
ভেবো না ভেবো না আমাকে ধরার কিং
এত তেজ তবু তুমি এলে হই ফিকে।


এভাবে কাটলো কয়েক কোটি বছর
ঘুরপাক খাও, আমি রই ধীর-স্থির
পরীক্ষা বড় কেন হও অস্থির
দম ফুরোলেই বেরোবে না আর কর।

সমান সমান যদিও পুরুষ-নারী
সাম্য কোথায়, পাবে না কোথাও খুঁজে
সহ্য করেই কাজ করি মুখ গুঁজে
এ ব্রহ্মাণ্ডে যদিও নিয়ম জারি।


© অজিত কুমার কর