বোকা বানাবার কত কৌশল
অজিত কুমার কর


পয়লাতে যদি কেউ দোরে দেয় টোকা
খুলে দিলে দেখে নিয়ো ব'নে যাবে বোকা।
চুপচাপ শুয়ে থাকো রেখে কান খাড়া
বারবার টোকা দেবে যেন কত তাড়া।


লাগিয়ে রেখেছে ব্রাশে অদ্ভুত ক্রীম
মাড়িতে বোলাবে যেই মাথা ঝিমঝিম।
পাবে হাসি উপহার তুমি অচিরেই
সজাগ না থাকলেই তুমি ঠকবেই।


শরবতে চিনি নেই লংকা ও নুন
এক ঢোক গিললেই জ্বলবে আগুন।
কোথায় কী ফাঁদ পাতা অজ্ঞাত সব
নজর তোমার দিকে, সবাই নীরব।


ভোর থেকে সব কাজ ক'রো নিজ হাতে
হয়রানি তবে তুমি পারবে ঠেকাতে।
হঠাৎ বাজল ফোন নম্বর চেনা
হ্যালো হ্যালো নিশ্চুপ কথাই বলে না।


আগে থেকে ঠিক ছিল যাবে বাবুঘাটে
ফুরফুরে দখিনায় একা বেলা কাটে।
এল না কেন যে ওম চিন্তিত তুমি
বনে গেছ বোকা আজ মজা দুষ্টুমি।


© অজিত কুমার কর