বলবি কবে 'ভালোবাসি'
অজিত কুমার কর


বলবি কবে 'ভালোবাসি'
কেন এমন তুই উদাসী
কত কথাই হয়,
কবে কোথায় যেতে হবে
শুনি আমি তা নীরবে
বলি হ্যাঁ, নিশ্চয়।


দিঘার চরে যখন বসি
পুবাকাশে তখন শশী
গুনতে থাকি ঢেউ,
আকাশকুসুম সৌধ গড়ি
বট-পাকুড়ের জড়াজড়ি
দেখল না তো কেউ!


ঝিনুক যেমন মুক্তা ধরে
তোর হাসিতে মুক্তা ঝরে
হৃদয়ে তোলপাড়,
তোর নজরে পড়ে না তা
গাছের দাবি জানে পাতা
কখন কী দরকার।


আর কতদিন প্রতীক্ষা বল
তুই ছাড়া এ জীবন অচল
বলতে এত দ্বিধা!
'ভালোবাসি' বল এবারে
সইতে যে আর পারি না রে
কীসের অসুবিধা।


© অজিত কুমার কর