বলল ওরা নজর দিতে
অজিত কুমার কর


প্রথা মানে, নয়কো ব্যতিক্রমী
আজ তো আবার বসন্তপঞ্চমী
পরনে তাঁর হলদে তাঁতের শাড়ি
সেও হাজির কামায়নি গোঁফ দাড়ি।


উড়ছে যেন বাসন্তী রোদ্দুরে
রঙিন ছবি ভাসে নয়নজুড়ে।
চোখের ভাষায় প্রকাশ ব্যাকুলতা
না না না নেইকো মুখে কথা।


দেবীও নীরব আজ নয় মৃণ্ময়ী
প্রাণ পেয়ে মা হয়েছে চিন্ময়ী।
বলল ওরা তাইতো অঞ্জলিতে
সবার দিকে একটু নজর দিতে।


কেউ যেন না পিছিয়ে পড়ে কাজে
তেমন বিদ্যা বিলাও এ সমাজে
বাণীর কথায় হবে না গররাজি
আজ শুভদিন হোকনা শুরু আজই।


বালির ওপর অ আ হাতেখড়ি
পাল তুলে যায় জ্ঞানের খেয়াতরি।
হারাবে না কেউ তিমিরে দিশা
বর্ণমালাই কাটায় অমানিশা।


© অজিত কুমার কর