বঙ্গের ঋতুরঙ্গ
অজিত কুমার কর

বঙ্গজুড়ে ঋতুরঙ্গ সৌন্দর্য অপার
ডালিয়া ও মল্লিকার জুড়ি মেলা ভার।
শীতের নরম রোদে আরাম আয়েশ
খাবারে বৈচিত্র্য কত তৃপ্তিসুখ বেশ।

প্রস্ফুটিত শতদল শেফালির বাস
দুর্গতিনাশিনী আসে এ তার আভাস।
বাতাসে ছাতিম-গন্ধ পরান আকুল
কোথায় হারিয়ে গেল এত কাশ ফুল।

আকাশ-প্রদীপ জ্বলে হেমন্তিকা এলে
ঘরে ঘরে দীপাবলি শত দীপ জ্বেলে।
বঙ্গের মাহাত্ম্য এই হাজারো পার্বণ
পৃথিবীর কোনোখানে পাবে না এমন।

মাঘ মাস ফুরোলেই আসে ঋতুরাজ
প্রস্তুতি এখন তুঙ্গে কত তার সাজ।
পলাশ শিমুল চাই অশোক কুসুম
ফাগুন এলেই ভাঙে মাদারের ঘুম।

আবার তীব্র দহন ভ্রুকুটি সূর্যের
বরিষণ হলে মেটে তৃষা চাতকের
পুনর্জন্ম যদি পাই তোমারে মা চাই
তোমার কোমল কোলে পাই যেন ঠাঁই।

© অজিত কুমার কর