বর্ণময় শরৎ
অজিত কুমার কর


সরোবরে প্রস্ফুটিত সহস্র কমল
সবুজের আস্তরণ অন্তরালে জল।
ওপারে নিবিড় কাশ পানকৌড়ি করে বাস
মোহময়ী নীলাকাশ দূরে বনাঞ্চল
শ্বেতশুভ্র পেঁজা তুলো বলাকা চঞ্চল।


বৃষ্টিস্নাত ছাতিমের শোভা অপরূপ
ঝিকিমিকি রবিরশ্মি প্রাঙ্গণ নিশ্চুপ।
এপারে দাঁড়িয়ে তাল নিতম্ব হয়েছে লাল
মধুগন্ধে বেসামাল মক্ষিকা মধুপ
ভূপতিত পক্ক তাল শব্দ হল ধুপ।


ডেকে ওঠে নীলকণ্ঠ পাঠাল দয়াল
কী বার্তা এনেছে পাখি এখন সকাল।
দেবীপক্ষ অর্ধ মাস প্রফুল্ল শেফালি কাশ
অফুরন্ত অবকাশ এটা ক্রান্তিকাল
বিচিত্র বর্ণালি ভরা দিকচক্রবাল।


মেঘের ভ্রুকুটি নেই নীল নীলিমায়
অনুপম শ্যামলীমা দৃষ্টি যত ধায়।
স্নিগ্ধতার আবরণ বিমোহিত তনুমন
উমা মা'র আগমন নেই অন্তরায়
একটি বছর পর অশান্ত ধরায়।


© অজিত কুমার কর