বর্ষার বর্ণালি
অজিত কুমার কর


তাপিত হৃদয় শীতলতা খোঁজে পারে না গ্রীষ্ম দিতে
ক্ষণিকের তরে কালবৈশাখী আসে তাপ কেড়ে নিতে।
জলের জন্য সবাই কাতর পশুপাখি গাছপালা
আষাঢ় না এলে বর্ষা আসে না অসহনীয় এ জ্বালা।


বৃষ্টি নামলে স্বস্তির শ্বাস ভিজতে ইচ্ছে করে
ঘরের উঠোনে, খোলা জায়গায়, দুজনে ছাদের 'পরে।
রিমঝিম-ঝিম কিংবা অঝোরে ঝরে যায় সারাদিন
কদম্ব-কেয়া-হাসনুহানায় মন হয় উদাসীন।

মেঘের আড়ালে যখন সূর্য মনে হয় যেন নেই
অস্ফুটে বলি জ্বালিয়েছো বেশ কতনা সকলকেই।
হঠাৎ যখন দর্শন দাও সরিয়ে মেঘের স্তূপ
সপ্তরঙের রামধনু দেখে বলি তুমি অপরূপ।


দিবা অবসান কখন যে হয় বোঝা বড় মুশকিল
দিনরাত্রির সন্ধিক্ষণ হিসেবেই গরমিল।
চলে অবিরাম ঝিল্লির ডাক দাদুরির উল্লাস
পথচারি যারা করে উপভোগ কেমন শ্রাবণ মাস।


মনে জাগে ভয় যদি আসে বান যদি ভেঙে যায় বাঁধ
সব আনন্দ ভেসে যাবে জলে সব আশা বরবাদ।
শুধু সুখ নেই দুঃখ প্রচুর ঘুরছে নাগরদোলা
মেনে নিতে হবে সবকিছুকেই বাতায়ন রাখি খোলা।


© অজিত কুমার কর