বউমা দিবস


বউমা-দিবস কোন তিথিতে এসো বসে করব ঠিক
পূর্ণিমা না অমাবস্যা, শুনেই হাসি দেয় ঝিলিক।
নবমী দশমী তিথি কোনোটিও মন্দ নয়
রইল বাকি কয়েকটা আর সকল তিথিই বর্ণময়।


মেয়ে জামাই দুজনেই যায় একা একা অসম্ভব
মেয়ে ছাড়া জামাইষষ্ঠী বড়ই ফিকে মহোৎসব।
নির্দিষ্ট দিন বাছতে হবে গ্রহণযোগ্য হওয়া চাই
পঞ্জিকাতে ছাপলে তবে বরণডালায় দীপ জ্বালাই।


বউমারাও করতে পারে মায়ের কাছে এ আবদার
তাদের নামে রইলে দিবস ঝংকৃত হয় বীণার তার।
পারস্পরিক ভালবাসায় সুফলদায়ক পরিণাম
প্রসন্নতা বিরাজ করে পূরণ হলে মনস্কাম।


ভাই-ভগিনী সমান সমান কেউ যেন না আঘাত পায়
বোনের ভালে দিকনা টিকা নেইতো কোনো অন্তরায়।
লিঙ্গবিভেদে ঘুচিয়ে দিয়ে হতেই হবে অগ্রদূত
ভুল করে কেউ ভেবো নাকো মাথায় বুঝি চাপলো ভূত।


আনন্দ-সুখ ছড়িয়ে দিলে ভরবে আলোয় এই ভুবন
ঘরে ঘরে পড়বে সাড়া খুশির ভেলায় দুলবে মন।
এক সন্তান যাদের ঘরে তাঁরাও ডাকে হও সামিল
বিশেষ দিনে ঘটাই এসো মনের সাথে মনের মিল।


@অজিত কুমার কর