বুদ্ধি দিলে জ্বালব আলো
অজিত কুমার কর


আর কতবার বলব তোমায়
'পাশ করিয়ে দিয়ো,
মনে মনে রোজ তো বলি
আমার প্রণাম নিয়ো।


জ্ঞান বিতরণ করতে হলে
আহরণ তো আগে,
কোনওকিছু শেখার জন্য
অনেক বুদ্ধি লাগে।


পড়ার পরে যতই লিখি
তবুও ভুল থাকে,
দু'চোখে জল উপচে পড়ে
ডাকি তখন মা'কে।


সান্ত্বনা দেয়, 'ভয় কেন পাস
তোর যা বুদ্ধি আছে,
পরীক্ষাতে করবি রে পাশ
চুপ করে বোস কাছে।


এসব কথা বলছি তোমায়
কেবল মা-ই জানে,
আর যেন কেউ না শোনে তাই
বলছি কানে-কানে।


© অজিত কুমার কর