*                                                  
     সবার খাওয়া সাঙ্গ তখন আমার শুধু বাকি
        তুমি এলে দ্বিপ্রহরে উঠলে দ্বারে ডাকি।
'মা জননী কোথায় তুমি     তপ্ত ভীষণ ধরার ভূমি
   কেউ দিল না এক মুঠো ভাত বিরূপ গৃহস্বামী
  সকাল থেকে ঘুরছি পথে ক্ষুধায় কাতর আমি।'


   ডাক শুনে যাই ত্রস্ত পদে তাকাই বাহির পানে
   বুভুক্ষুদের কাতর কন্ঠ আমায় ভীষণ টানে।
আসনখানি দিলেন পেতে    থালাতে ভাত দিলেম খেতে
      'মা গো তুমি অন্নপূর্ণা মিটিয়ে দিলে ক্ষুধা
        তোমার হাতে রান্না যেন অমৃতময় সুধা।'

    বিদায় নিল খাবার পরে দাঁড়িয়ে আমি দ্বারে
      আশীর্বাদ এর বাণী শুনি তখন বারে বারে।
এত অল্পে তুষ্ট ওরা       ঝুলি কাঁধে আবার ঘোরা
   বলতে আমি ভুলে গেছি, 'এসো আবার ফিরে'
     মুখচ্ছবি ভাসছে তখন আমার অশ্রু নীরে।


কোথায় থাকে, কে কে আছে, হয়নি আমার জানা
  তাদেরও কি একই দশা ভিখ মেগে খুদ আনা!
প্রভু তোমার কী মহিমা    ওদের দুঃখের নাই যে সীমা
      একটুখানি কৃপা করো ওগো জগৎপিতা
  ভূমন্ডলের সবকিছু তো তোমার প্রাণের মিতা।


  সেদিন থেকে কী যে হলো ওর প্রতীক্ষায় থাকি
কান পেতে রই কখন এসে উঠবে আমায় ডাকি।
আবার ওকে পাবার আশায়    দিনের পরে দিন কেটে যায়
কয়েকটি মাস পেরিয়ে গেল পেলাম না তার দেখা
   ঘরের ভিতরে দুপুর কাটে আমার একা একা।