চন্দ্র থাকুক কল্পলোকে
অজিত কুমার কর


অপাঙক্তেয় নিঃস্ব যেজন মাটির দিকে দৃষ্টিপাত
ঊর্ধ্বপানে তাকালেই তো প্রত্যাখ্যান তৎক্ষণাৎ।
যেটুকু চাঁদ নিজেই দেবে তাতেই তুষ্ট থাকতে হয়
'বাড়িয়ো না ওর দিকে হাত চাঁদ তো তোমার জন্য নয়'।


তারারাও ওর কাছে ম্লান বিধুমুখী দীপ্তিমান
চাঁদকে নিয়ে কত গল্প কীসের জন্য এমন টান!
ওর ক্ষমতা সুবিদিত উজানে যায় সাগরজল
রবির সাথে মিতালি ওর প্রেমপরাগে সমুজ্জ্বল।


চলনবিলের চন্দ্রাবতী ইতিহাসে প্রসিদ্ধ
তাঁর প্রতিভায় হয়েছে এই বঙ্গভূমি সমৃদ্ধ।
চন্দ্রাবলীর পায়ের নূপুর এখনও হয় শিঞ্জিত
কান পাতলেই শোনা যাবে ধরায় অভিনন্দিত।


চাঁদের হাসি অপার খুশি তাইতো সবার পছন্দ
ধরাছোঁয়ার বাইরে হলেও ওতেই বেশি আনন্দ।
চন্দ্র থাকুক নিজের জায়গায় কত রঙিন কল্পনা
বাতায়নের সামনে বসে চলতে থাকুক জল্পনা।


সকলেই চায় চাঁদকে পেতে প্রতীক্ষাতে দিন কাটে
মহামায়ার আগমনে গিরিফোঁটা চৌকাঠে।
আনন্দ দেয় চারপাঁচ দিন তারপর যায় কৈলাসে
মানুষ যাতে দুঃখ ভোলে বছরবছর তাই আসে।


© অজিত কুমার কর