গীতি কবিতা : চরম অবহেলা
অজিত কুমার কর


সবটুকু রোদ গাছের পাতায় ফুরিয়ে এলো বেলা
আমি    নিঃসঙ্গ একেলা
শুধু দীনের প্রতি তোমার চরম অবহেলা।
দুপুর-রোদে পুড়ল দেহ
তৃষাতে জল দেয়নি কেহ
আকাশেও মেঘ জমেনি এটা কেমন খেলা।


তোমার কৃপা না পেলে ফুল
ফোটে কেমন করে
স্নেহ আদর না পেয়ে তাই অকালে যায় ঝরে।
অর্ঘ্য দেব পত্র দিয়ে
তুমি   ফিরাবে মুখ না তাকিয়ে
আর কত দিন করবে এমন আমায় হেলাফেলা।


© অজিত কুমার কর