চরম নির্মমতা
অজিত কুমার কর


আঁধার ঘনিয়ে আসে, ‘ডাকি, তুলি আয়’
ডেকে ডেকে নাজেহাল ওযে কোথা যায়!
এমন হয় না কভু ফিরে আসে রোজ
সারাদিন ঘাসপাতা খেয়ে সারে ভোজ।
শুধাই সখীরে আমি দেখেছিস ওরে
এখনো ফিরেনি তুলি নিল নাকি চোরে!
দুশ্চিন্তা ক্রমশ বাড়ে বেরোই আবার
ঝোপের আড়ালে দেখি দেহ পড়ে তাঁর।


নিরীহ ছাগলছানা কে মারিল তাঁরে
তৃষ্ণায় পেল না জল গেল পরপারে।
মানুষের এত লোভ হত্যা করে প্রাণী
ভুলেছে মানুষ আজ ‘জীবে প্রেম’ বাণী।
দুনয়নে অশ্রুজল ঝরে অবিরাম
কতনা হৃদয় দিয়ে ভালোবাসিতাম।


© অজিত কুমার কর