চরণচিহ্ন
অজিত কুমার কর


তুমি নেই আছে পদচিহ্ন
রান্নাঘরে নিকানো অঙ্গনে
ভাবি বসে একাকী নির্জনে
এ বন্ধন হবে নাকো ছিন্ন।


রাখা আছে দুটি পা'র ছাপ
সেদিনের মতো সমুজ্জ্বল
ওটাই জোগায় মনে বল
কুরে কুরে খায় মনস্তাপ।


অন্ধকারে শুনি পদধ্বনি
দেখে যাও রয়েছি কেমন
আমি করেছি অনুধাবন
মেলি আঁখি অদৃশ্য তখনি।


নির্নিমেষে কোথা চলে যাও
যা ছিল তেমনি আছে সব
মৌন তুমি আমিও নীরব
মা গো কাছে এসো দেখা দাও।


© অজিত কুমার কর