কবে কোথায় কখন বিপদ ঘটে
তা বলে কি চুপ করে কেউ রয়
বিপদ এলে লড়তে হবে একা
ঘটতে পারে জয় বা পরাজয়।


প্রাণীরা তো প্রাণের দোলায় দোলে
ওতেই খোঁজে একটুখানি সুখ
তখন সকল ব্যর্থতাকে ভুলে
খুশিতে হয় উদ্ভাসিত মুখ।


মায়ের কোলে নবজাতক এলে
চোখে মুখে তখন খুশির বান
পথহারানো নাবিক দিশা পেলে
তীরে ভেড়ার রূপরেখা নির্মাণ।


এগিয়ে চলি বিপদ তুচ্ছ করে
তবেই মেলে আকাঙ্ক্ষিত ফল
মেঘ উঠলে ভয়ের কীবা আছে
একটু না হয় ফুলবে সাগরজল।