ছাই করে দাও
অজিত কুমার কর


দাও পুড়িয়ে হৃদয়ের সব পুঞ্জীভূত অহংকার
জীবনে তাই নাই উত্থান পেতে উদগ্রীব পরিত্রাণ
আমি অতি নগণ্য প্রাণ সুবিশাল এই ভূমণ্ডল
ভ্রান্ত পথের ব্যর্থ পথিক প্রাপ্তি কেবল অসম্মান।


রক্তমাংসের এই শরীরে বাসা বাঁধে অজান্তে
ভুল পথে চালিত করে, হই বিপদের সম্মুখীন
ক্ষতি যা তা হয়েই গেছে হয় না যেন পুনর্বার
বিদ্যা যেমন বিনয়দাতা, বিনয়ীর কাজ সুমসৃণ।


নিরহংকার, সহিষ্ণুতা যাদের থাকে এসব গুণ
কর্মযজ্ঞে সফল তারাই, তারাই করে দিগ্বিজয়
সত্যেন বোস-আইনস্টাইন-রামানুজন শ্রীনিবাস
ব্যস্ত ছিলেন গবেষণায় জীবন ওদের কর্মময়।


ওদের পথেই চলব এবার নিয়ে নিলাম আজ শপথ
পরিশেষে মিশব ধূলায় তবে মিছে গর্ব কী
মহাপরাক্রমী যিনি মহাদর্পে অন্ধ সে
রাজা কংস নিধন হল কারাগারে দৈবকী।


অত উঁচু এভারেস্টের শীর্ষে উড়ছে পতাকা
তা বলে সে হয়নি ছোটো সবাই করে সমীহ
দর্পচূর্ণ রাবন রাজার পুড়ে ছারখার শ্রীলঙ্কা
প্রেম-প্রীতিতে উঠুক ভরে এই পৃথিবীর সব গৃহ।


© অজিত কুমার কর