.               ছন্দসুধা


ভেবে যা পাই      তা লিখে যাই
         কিছু পাঠক পড়ে
ওই আশাতে         দিবস রাতে
         চলছি ছড়া গড়ে।


সব কি ভালো    ছড়ায় আলো
        কয়েকটা দাগ কাটে
ওতেই খুশি           তাঁরেই তুষি
          রসদ মেলে পাঠে।


সুড়সুড়ি দেয়      লিখিয়ে নেয়
       বসিয়ে রেখে কোলে
ছন্দসুধায়            হৃদয় ভরায়
        খুশিতে মন দোলে।


জোগায় অভয়      অসত্য নয়
           সাহসে ভর করে
আউড়ে চলি         গানের কলি
           সবার অগোচরে।


.      @ অজিত কুমার কর