মহোৎসবের আর একটি নাম পুরুলিয়ার 'ছাতা পরব'
আদিবাসী মানবসমাজ ক’রতে পারে সত্যি গরব।
বিশ্বকর্মা পূজার দিনে বসে বিরাট মিলনমেলা
জুটবে এসে ছাতার তলায় স্বপ্ন নিয়ে কাটবে বেলা।


সারা পূর্বভারত থেকে হাজির হবে চাকলাতোড়ে
নবযৌবনপ্রাপ্ত যারা ঘুরবে মেলায় জোড়ে জোড়ে।
ছাতা তোলেন ক্ষত্রিয়রাজ সেই আমলের পোশাক পরে
সুউচ্চ ওই দন্ডটিকে ক্ষণেক তিনি রাখেন ধরে।


এই মেলাতে না যদি যায় কন্যারা আর হয় না নারী
তাইতো ওরা আসে সবাই জানান দিতে কী না পারি!
নৃত্যগীতে উঠবে জমে লক্ষ্য ওদের সঙ্গী খোঁজা
সাজপোশাকে চমক লাগে খোঁপায় থাকে পুষ্প গোঁজা।


কার চোখে কে পড়বে কখন আগাম খবর কেউ না জানে
কার ঘরণী কে যে হবে কোন মরদের প্রেমের টানে।
এক নিশীথে সব চুকে যায় বিয়ের বাদ্যি উঠবে বেজে
রাঙা বসন ফুলের মালায় হরষ মনে বসবে সেজে।