.                     ছোবল
                অজিত কুমার কর

কথা বলে রাজার মতো পোশাকও ছিমছাম
মন ভিজাতে ভালোই জানে ওটাই মুখ্য কাম।
               হেসেই বলে কী হয়েছে
              ঝটকা দিয়ে সরে গেছে
এত ব্যথা কমবে কীসে কামড়েছে আজ ভাম!
      উপযুক্ত শাস্তি পেলে পূরত মনস্কাম।


      ক্ষতচিহ্ন খুবই গভীর দাঁতে ভীষণ ধার
এমনটা যে ঘটতে পারে বোধ ছিল না তাঁর।
              ওষধি এক গুল্ম আছে
             ছুঁচের মতো কাঁটা গাছে
    পাতার রসে সারে ব্যথা জলদি উপকার
   একের ভিতর বিভিন্ন রূপ গুপ্ত সারাৎসার।